জেলার সংবাদ

সরকারি শিশু পরিবার (বালক) জামালপুরের আয়োজনে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৩ , ১১:০২:৪৯ প্রিন্ট সংস্করণ

ডা. আজাদ খান,জামালপুর জেলা প্রতিনিধি,

সরকারি শিশু পরিবার (বালক) জামালপুরের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৩
পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সরকারি শিশু পরিবার (বালক) জামালপুরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোকলেছুর রহমান (উপ সচিব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জামালপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজু আহমেদ, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, জামালপুর, সৈয়দ আতিকুর রহমান ছানা, সাবেক সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখা।

সভাপতিত্ব করেনঃ লিটুস লরেন্স চিরান, উপজেলা নির্বাহী অফিসার, জামালপুর সদর উপজেলা, জামালপুর।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শাহাদাৎ হোসেন, উপ-তত্ত্বাবধায়ক, সরকারি শিশু পরিবার (বালক) জামালপুর।

অনুষ্ঠানে আরো যারা উপস্থিত থেকে অনুষ্ঠান কে সাফল্যমন্ডীত করেছেন, তাঁরা হলেন-
মোঃ ফারুক মিয়া, সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয়, জামালপুর, মোঃ আসাদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মেলান্দহ, জামালপুর, আরিফুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার সরিষাবাড়ি, জামালপুর, মোঃ আঃ ছালাম, প্রবেশন অফিসার, জেলা সমাজসেবা কার্যালয়, জামালপুর, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, মোঃ তৌফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মাদারগঞ্জ, জামালপুর, তমিজুল ইসলাম, সমাজসেবা অফিসার হাসপাতাল সমাজসেবা কার্যালয়, জামালপুর।

উক্ত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তারকা সংঘের সভাপতি, মানবাধিকার কর্মী ও কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি), জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, প্রতিবন্ধী সেবা সংস্থার সভাপতি মোঃ আমজাদ আলী প্রমুখ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST