সানজিদ মাহমুদ সুজন,
বিশেস প্রতিনিধি,শরীয়তপুর:
শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামিলীগের ৫ বারের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ভূইয়া দীর্ঘ ৪ বছর পরে নিজ গ্রামের বাড়ি জাজিরায় ফিরলেন।
এতে উচ্ছ্বসিত পালং-জাজিরার সাধারণ জনগন।তাদের মতে জাজিরার রাজনৈতিক অংগনে কোন রাজনৈতিক চর্চা নেই প্রায় ৭বছর।এবার নেতার আগমনে রাজনৈতিক মাঠে ঈদের চাঁদ উঠছে,নতুন সূর্য দেখবে শরিয়তপুরের মানুষ।
রবিবার (৫-ফেব্রুয়ারী) দুপুরে সড়ক পথে পদ্মাসেতু হয়ে জাজিরায় প্রবেশ করেন তিনি। এসময় কয়েক হাজার মোটরসাইকেল এবং শতাধিক কার নিয়ে হাজার-হাজার নেতাকর্মীরা ক্যান্টনমেন্ট এলাকায় তাকে সংবর্ধনা জানান। এরপর বহর নিয়ে মাঝীরঘাট-কাজীরহাট হয়ে টিএন্ডটি মোড়-জাজিরা দিয়ে জাজিরার বিলাসপুর ইউনিয়নের নিজ বাড়িতে আসেন তিনি।
শরীয়তপুর জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক এস এম আমিনুল ইসলাম রতন সরদার জানান, দীর্ঘদিন পরে আমাদের পালং-জাজিরা বাসীর প্রাণের নেতা বি এম মোজাম্মেল হক ভূইয়া নিজ নির্বাচনী এলাকায় ফিরায় আমরা অনেক উচ্ছ্বসিত এবং আনন্দিত।
সাবেক জেলা পরিষদের সদস্য ও প্রাক্তন ছাত্রলীগ সভাপতি নাসির হোসেন খান বলেন, আমরা আজ আমাদের প্রানপ্রিয় নেতার এতোদিন পরে জাজিরাতে আগমনের কারনে খুবি আনন্দিত,আমি সহ আমার পরিবার ও গ্রামবাসি সকলেই চাই তিনি পূনরায় শরীয়তপুর ১আসনে মনোনয়ন নিয়ে আসুক।
সাবেক থানা ছাত্রলীগ সাধারন সম্পাদক হানিফ মাদবর বলেন এবার আশা করছি আমরা মোজাম্মেল সৈনিকেরা রাজনৈতিক মাঠে অস্তিত্ব খুজে পাবো।
স্বেচ্ছা সেবকলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সাজেদুল হাসান সালাম খান বলেন দীর্ঘদিন পরে জাজিরা বাসির হৃদয়ে আনন্দ ফিরে এসেছে।নেতার আগমনে সঠিক দিক নির্দেশনা পাবো আশা করছি।
জাজিরা ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সি জানান, আমরা দীর্ঘদিন আমাদের নেতার জন্য অপেক্ষা করেছি। তিনি এতদিন সাংগঠনিক কাজে ব্যাস্ত থাকায় আমাদের মাঝে আসতে পারেননি। আজ তিনি আমাদের মাঝে এসেছেন, এতে আমরা আনন্দিত।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বি এম মোজাম্মেল হক ভূইয়া জানান, আমি বাংলাদেশ আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে সাংগঠনিক দায়িত্ব পালন করার কারণে নিজ গ্রামে ফিরতে পারিনি। দীর্ঘদিন পরে হলেও মাটির টানে ফিরে আসলাম নিজ এলাকায়।আগামী ৮ তারিখে আমার পিতা মাতার নামে মিলাদ-মাহফিলের আয়োজন করেছি।এর সাথে সাথে সাধারন নেতা কর্মিদের সাথেও দেখা হবে। যেহেতু আমি একসময় এখানের এম,পি ছিলাম কিন্তু এবার আওয়ামীলিগ রাজনৈতিক মাঠকে শক্তিশালি করতে আমি সাংগঠনিক ভাবে কাজ করেছি,কিন্তু পরিবার,পারিবারিক আয়োজন কিভাবে ভুলতে পারি,সবকিছু মিলিয়ে এবারের আসা।