অন্যান্য

কুষ্টিয়ায় গৃহবধু হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

  প্রতিনিধি ১০ মার্চ ২০২৩ , ১২:০৬:৪২ প্রিন্ট সংস্করণ

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় অন্তসত্বা গৃহবধু হত্যার দায়ে রোকনুজ্জামান ওরফে রনি (৩৮) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালেন বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবক রনি কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য ফজলুল হকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ এপ্রিল ইন্টারনেট সংযোগের পাসওয়ার্ড চাওয়াকে কেন্দ্র করে রনি অন্তসত্বা গৃহবধু জুলেখার গায়ে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দগ্ধ জুলেখাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে অগ্নিদগ্ধ জুলেখা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের স্বামী আসামী রোকনুজ্জামান রনির বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার রায়ের বিষয়ে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের সরকারী অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, হত্যাকাণ্ডে জড়িত অভিযোগ সন্দেহাতীতভাবে আদালতে প্রমানিত হওয়ায় বিচারক মামলার একমাত্র আসামী রনির মৃত্যুদণ্ডসহ ৫০হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST