মোস্তাকিম আলম, গঙ্গাচড়ায়(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে। গঙ্গাচড়ায় ইউনিয়নের ৩৭১ জন অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ভিজিডি কার্ড বিতরণ করা হয়।
গতকাল (সোমবার) সকালে উপজেলার গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ভিজিডি কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না । দুস্থ দরিদ্র মহিলাদের খাদ্য সহায়তার পাশাপাশি সামাজিক সুরক্ষার আলোকে স্থায়ীভাবে জীবন যাত্রার মান উন্নয়ন ও স্বাবলম্বী করার জন্য ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কর্মসূচির আওতায় ওই কার্ড বিতরণ করা হয়।
৪ নং গংগাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মৌসুমি আক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক ও বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ।