ইয়াছিন আলী খান, দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার ও কেরানির বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার আরিফ মোরশেদ মিশু ও উপজেলা সহকারী ভুমি অফিসার ফয়সাল আহমেদের কার্যালয়ে বহিষ্কারকৃত ছাত্র মোহাম্মদ রুহুল আমিন সহ একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেন। জানা যায়, গতকাল মঙ্গলবার ২ ঘটিকার সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে, অফিসার ইনচার্জ দোয়ারাবাজার থানা কার্যালয়ে, সহকারী ভুমি অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে বহিষ্কারকৃত ছাত্র মোঃ রুহুল আমিন তার সাথে থাকা আত্মীয়-স্বজনের প্রতিনিধি দল স্মারকলিপিতে সুপার ও কেরানির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও দায়িত্ব অবহেলার কারণে তার জীবনে একটি কাল দাগ ভুক্তভোগী শিক্ষার্থী সরকারের উচ্চ মহলের নিকট ন্যায় বিচারের দাবী জানান।