দোয়ারাবাজার প্রতিনিধি:
দোয়ারাবাজারে স্ত্রী অত্যচারে সর্বস্ব হারিয়ে এখন পথে বসেছেন সৈয়দ জয়নাল আবেদীন নামের এক নিরীহ কৃষক। তিনি উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বহরগাঁও গ্রামের মৃত সৈয়দ যুবরাজের পুত্র। সম্প্রতি কৃষকের স্ত্রী আয়েশ বেগম স্বামীর নগদ টাকা পয়সাসহ সবকিছু নিয়ে পালিয়ে যায়। দীর্ঘদিনের অত্যচার এবং জমানো টাকা ফেরত পেতে এবং স্ত্রীর অত্যচার থেকে বাঁচতে পুলিশের দ্বারস্থ হয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক সৈয়দ জয়নাল আবেদীন প্রথম স্ত্রী ৪ সন্তান রেখে মৃত্যুবরণ করলে ২০১৮ সালে সুনামগঞ্জের কুরবান নগর ইউনিয়নে মাইজবাড়ি গ্রামের মৃত মোবারল আলীর মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর থেকে সংসার জীবনে শুরু হয় চরম অশান্তি। বিভিন্ন সময় স্থানীয় সালিশে আপোষ মীমাংসা হলেও সম্প্রতি আয়েশা বেগম বাড়ির কাউকে কিছু না জানিয়ে ঘরে থাকা ৭৮ হাজার টাকা নিয়ে পিতার বাড়ীতে পালিয়ে যায়৷ এ ঘটনায় দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কৃষক সৈয়দ জয়নাল আবেদীন।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই নুর আহমদ বলেন, লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত পূর্বক খতিয়ে দেখা হচ্ছে।