নিজস্ব সংবাদদাতাঃ
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। চলবে ৯ মার্চ পর্যন্ত। এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল প্রত্য়েকটা ম্যাচ দুবাইয়ে খেলবে। পাশাপাশি এই টুর্নামেন্টে কোনও ভারতীয় ম্যাচ অফিশিয়াল থাকবেন না বলেও জানা গিয়েছে।
টিম ইন্ডিয়ার প্রাক্তন পেস তারকা জাভাগল শ্রীনাথ আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি পদে রয়েছেন। অন্যদিকে আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার হলেন নীতীন মেনন।
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, নীতীন মেনন ব্যক্তিগত কারণে পাকিস্তান যেতে পারবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন। ব্যক্তিগত কারণে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আইসিসি-র নিরপেক্ষ আম্পায়ার নীতি অনুসারে তিনি দুবাইয়ে আম্পায়ারিং করতে পারবেন না।
আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসি ১৫ সদস্যের ম্যাচ আধিকারিকের তালিকা প্রকাশ করেছিল। এই তালিকায় নাম ছিল তিনজন ম্যাচ রেফারি এবং ১২ আম্পায়ারের। এরমধ্যে আবার রিচার্ড কেটলবরো, ক্রিস গ্যাফনি, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংবার্থ, পল রাফেল এবং রড টাকর ২০১৭ সালে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আম্পায়ারিং করেছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST