প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ৩:৫১:৩৮ প্রিন্ট সংস্করণ
প্রলয়ংকরী ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় উপকূলীয় জেলা বরগুনায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সতর্কতা মূলক বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। এরই অংশ হিসাবে রবিবার ১৪ ই মে, ২০২৩ ইং বরগুনার জেলা প্রশাসক জনাব হাবিবুর রহমান এবং বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয়, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে জেলাধীন সদর থানার ১নং বদরখালী ইউনিয়নের গুলিশাখালী মাঝেরচর এলাকার দুর্যোগ পূর্ব-প্রস্তুতি পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় স্থানীয় জনসাধারণকে আতংকিত না হয়ে প্রশাসনের পরামর্শ মেনে চলার অনুরোধ করেন এবং সর্বাবস্থায় যেকোনো প্রয়োজনে প্রশাসন ও পুলিশের সহায়তা নেওয়ার আহবান জানান।
Design & Developed by BD IT HOST