ঢাকাMonday , 20 February 2023
আজকের সর্বশেষ সবখবর

মাসব্যাপী পৌর ফাল্গুন মেলা-১৪২৯ বঙ্গাব্দ ‘র শুভ উদ্বোধন-

News Editor
February 20, 2023 11:36 pm
Link Copied!

ডা. আজাদ খান, জামালপুর জেলা প্রতিনিধি, তাং ১৯ ফেব্রুয়ারী ২০২৩ খ্রী. জামালপুরে মাসব্যাপি পৌর ফাল্গুন মেলা-১৪২৯ এর শুভ উদ্ভোদন হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারী) রাতে এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জামালপুর পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে মাসব্যাপী পৌর ফাল্গুন মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। মাসব্যাপী মেলার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌরসভার সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও বাংলাদেশ হকার্স লীগের যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জামালপুর পৌর কাউন্সিলর বিজু আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।