• মাসব্যাপী পৌর ফাল্গুন মেলা-১৪২৯ বঙ্গাব্দ ‘র শুভ উদ্বোধন-

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৩৬:৩৭ প্রিন্ট সংস্করণ

    ডা. আজাদ খান, জামালপুর জেলা প্রতিনিধি, তাং ১৯ ফেব্রুয়ারী ২০২৩ খ্রী. জামালপুরে মাসব্যাপি পৌর ফাল্গুন মেলা-১৪২৯ এর শুভ উদ্ভোদন হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারী) রাতে এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জামালপুর পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে মাসব্যাপী পৌর ফাল্গুন মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। মাসব্যাপী মেলার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌরসভার সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও বাংলাদেশ হকার্স লীগের যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জামালপুর পৌর কাউন্সিলর বিজু আহমেদ।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST