কাফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে উপজেলা কমিটির সভাপতি – বরেন্দ্রনাথ দে ও সাধারণ সম্পাদক – কল্লোল বিশ্বাস পলু নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ১১টায় দক্ষিণ গাড়ফা মালোপাড়া সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে সর্ব সম্মতিক্রমে উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
মোল্লাহাটে পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফুল্ল কুমার মন্ডলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উদ্বোধক ছিলেন, জেলা কমিটির সভাপতি শ্রী অমিত রায়, সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী দেবাশীষ বসু।
########
তাং ১৯ /০৫/২০২৩