ঢাকাWednesday , 22 March 2023

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি গৃহহীন পরিবার

News Editor
March 22, 2023 11:48 pm
Link Copied!

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি।

মুজিববর্ষ উপলক্ষে সরকারের ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করার অংশ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ের আওতায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ঘর পেয়েছেন আরও ১ হাজার ২২ পরিবার। আজ বুধবার (২২ মার্চ) সকাল ৯টায় এ উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিড়িও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে উপকারভোগীদের কাছে জমির দলিলসহ এসব ঘরের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অনুষ্ঠিত দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলে- জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রবীর কুমার রায়। উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন, উপজেলা কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহুরা, ১ নং পাড়িয়া ইউপির চেয়ারম্যান ফজলে রাব্বি রুবেল, ২ নং চাড়োল ইউপি চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটাজি বাবু, ৩ নং ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটাজি নুপুর, ৪ নং বড় পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দীন আহাম্মেদ, ৫নং দুওসুও ইউপি চেয়ারম্যান সোহেল রানা, ৬ নং ভানোর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ৭নং ইউপি চেয়ারম্যান আকালু মোহাম্মদ ও ৮ নং বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, ভিডিপি কর্মকর্তা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী শিক্ষক ও উপকার ভোগীগন উপস্থিত ছিলেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।