অন্যান্য

মোল্লাহাটে অসুস্থতার হতাশায় ফাঁস নিয়ে মহিলার আত্মহত্যা

  প্রতিনিধি ১৬ মে ২০২৩ , ৮:২৬:০৫ প্রিন্ট সংস্করণ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3746755345041950" crossorigin="anonymous"></script> <!-- Horizontal 2 --> <ins class="adsbygoogle" style="display:block" data-ad-client="ca-pub-3746755345041950" data-ad-slot="9531539306" data-ad-format="auto" data-full-width-responsive="true"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>

বাগেরহাটের মোল্লাহাটে গলায় ফাঁস নিয়ে এক মহিলা আত্মহত্যা করেছে বলে জানা গেছে। উপজেলার আস্তাইল গ্রামে মঙ্গলবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

আত্মহত্যার শিকার ওই মহিলা আস্তাইল গ্রামের অমৃত শীলের স্ত্রী শংকরী শীল (৫৫)।

আত্মহত্যার শিকার শংকরী শীলের পরিবারের উদ্ধৃতি দিয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, দীর্ঘদিন যাবৎ (৮/১০বছর) শারীরিক ভাবে অসুস্থ্য থাকার কারণে  হতাশাগ্রস্ত হয়ে নিজের বাড়ির গোয়াল ঘরের কাঠের আড়ার সাথে নিজের পরনের কাপড় পেচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
ঘটনার পূর্বে সকাল  ১০.৪০ টায় অসুস্থ শংকরী শীল’কে তার মেয়ে  অনিতা পাল (৩৫) সকালের ঔষধ খাইয়ে ছাগলের ঘাস আনতে মাঠে যায়। এর কিছুক্ষণ পর ১১.২০টায় ফিরে দেখেন গোয়ালঘরে আড়ায় তার অসুস্থ মা নিজের পরনের কাপড় দিয়ে ঝুলন্ত আছে। তখন সে চিৎকার দিলে প্রতিবেশীরা দৌড়ে এসে শংকরী শীলকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে
বুঝতে পারে সে আর বেঁচে নেই। এঘটনায় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় শংকরী শীলের স্বামী অমৃত শীলের বাদীত্বে একটি অপমৃত্যু রেকর্ড করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST