শীতার্তদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামের মধ্যপ্রাচ্য ও ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন, লন্ডন প্রবাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ফরিদ আহমেদ ইমন। বৃহস্পতি বার সকাল ১১ টায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামের মসজিদ সংলগ্ন মজিবুরের দোকানের সামনে সাবেক ইউপি সদস্য আজাদ মিয়ার সভাপতিত্বে ও মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক প্রধান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. মতছির আলী, ও উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আব্দুল হান্নান, রিয়াছত আলী, মুজিবুর রহমান প্রমুখ।