জামালপুর জেলায় সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার উপ-পরিচালিক,তাহসিনা নাজনীন,যুব উন্নয়ন অধিদপ্তর, জামালপুর তিনি তার বক্তব্যে বলেন যুবকদের স্বাবলম্বী হওয়ার জন্য কর্মমুখী প্রশিক্ষন গ্রহণ করা। আত্মকর্মী থেকে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলা সেই সাথে সামাজিক কাজে সক্রিয় ভূমিকা রাখার উপর এবং যুবদের সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম খান, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর,জামালপুর, সভাপতিত্ব করেছেন মোঃ সৈয়দ কামাল হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,জামালপুর সদর, জামালপুর। আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নাজনীন নাহার,আছির উদ্দিন সহ মোঃ দুলাল উদ্দিন,মোঃ রেজাউল করিম,উক্ত প্রশিক্ষনে আরো বক্তব্য রাখেন সফল যুব সংগঠক তারকা সংঘের সভাপতি,জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম।
সামাজিক কর্মকান্ড স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সফল আত্মকর্মী জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত মাসুমা আক্তার সহ অন্যান্য প্রশিক্ষনার্থীগন।
জামালপুর জেলায় সাতটি উপজেলার যুবকদের স্বাবলম্বী করতে আত্নকর্মসংস্হানের লক্ষে প্রশিক্ষনার্থীদের দক্ষ করে গড়ে তোলতে যুব উন্নয়ন জামালপুর জেলার নেতৃত্বে অত্র জেলার বেকার যুব ও যুবনারীদের আত্নকর্মসংস্হানের লক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।